চলতি অর্থবছরের প্রথম সাত মাসে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আদা আমদানি কমেছে। মূলত দেশের বাজারে সরবরাহ বেশি থাকায় চাহিদা কম। এ কারণেই পণ্যটির আমদানি কমিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে পর্যাপ্ত সরবরাহ থাকায় মসলাপণ্যটির মূল্য হ্রাস পেয়েছে। এক মাসের ব্যবধানে পাইকারিতে মণপ্রতি ৪০০-৪৮০ টাকা পর্যন্ত দাম কমেছে, যার প্রভাব জেলার খুচরা বাজারেও পড়েছে।
আড়তদার ও ব্যবসায়ীরা বলছেন, বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বেড়ে যাওয়ায় বাজার নিম্নমুখী। চাহিদা না থাকায় ভোমরা স্থলবন্দর দিয়ে পণ্যটির আমদানিও কমে গেছে।
এ বিষয়ে সাতক্ষীরা ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা সূত্র জানায়, দেশীয় বাজারে আদার চাহিদা কমে যাওয়ায় আমদানি নিম্নমুখী। চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি পর্যন্ত এ বন্দর দিয়ে আদা আমদানি হয়েছে ৫৩ হাজার ৪৬৯ টন। যার মূল্য ৪৫৩ কোটি ৯০ লাখ টাকা, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩ হাজার টন কম। সূত্রটি আরো জানায়, গত অর্থবছরের প্রথম সাত মাসে বন্দর দিয়ে আদা আমদানি হয়েছে ৫৬ হাজার ৯৩২ টন, যার মূল্য ৪৮৮ কোটি ৫৮ লাখ টাকা।
টাকা। গত অর্থবছরের একই সময়ে আমদানি থেকে সরকারের রাজস্ব এসেছিল ২৪ কোটি ৪৩ লাখ টাকা। ফলে চলতি অর্থবছরে প্রায় ২ কোটি টাকা কম রাজস্ব এসেছে।
সানবিডি/এনজে