বিশ্বকাপ শুরুর আগে চোখ ছিল শিরোপাতেই। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত সব কিছুই ছিল দুর্দান্ত। কিন্তু সেমিতে হেরে শেষ পর্যন্ত তৃতীয় হয়েই বিশ্বকাপ মিশন শেষ করতে হলো টাইগার যুবাদের।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার শ্রীলংকাকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
লংকান যুবাদের দেয়া ২১৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করে মিরাজরা। তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জয় পেতে বেগ পেতে হয়েছে তাদের। খোয়াতে হয়েছে সাত সাতটি উইকেট।
শ্রীলংকার ২১৪ রান তাড়া করতে নেমে শুরুতেই জাকির হাসানকে হারায় জুনিয়র টাইগাররা। তবে মেহেদি হাসান মিরাজ, জাকের আলী, নাজমুল হোসেন শান্ত ও জয়রাজ শেখের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় তুলে নেয় স্বাগতিকরা।
এরআগে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লংকানরা। মিরাজ ও শাওনদের বোলিং তোপে ৪৮ দশমিক ৫ ওভারে ২১৪ রানে গুটিয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন চারিথ আশালঙ্কা।
বাংলাদেশের পক্ষে মিরাজ ২৮ রানে ৩টি এবং মোহাম্মদ সাইফুদ্দিন ও আবদুল হালিম ২টি করে উইকেট তুলে নেন।
ম্যাচ সেরা হয়েছেন টাইগার যুবাদের দলপতি মেহেদি হাসান মিরাজ।
সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ হেরে যায়। এর ফলে গ্রুপ পর্ব ও কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত খেললেও প্রথমবারের মতো আইসিসির কোনো ইভেন্টের ফাইনালে ওঠার স্বপ্ন অধরাই থেকে যায় টাইগারদের।
সানবিডি/ঢাকা/এসএস