রেমিটেন্স সেবায় বিশেষ অবদানের জন্য সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশী কর্তৃক “রেমিটেন্স এওয়ার্ড- ২০২২” লাভ করেছে এনসিসি ব্যাংক লিমিটেড।
শনিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে “ ব্রান্ডিং বাংলাদেশ” শীর্ষক “ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ-২০২২” এর উদ্বোধনী অনুষ্ঠানে এনসিসি ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশিষ্ট অর্থনীতিবিদ ও প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান এবং সেন্টার ফর এনআরবি এর চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশীদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা নিরাপদ, দ্রুত ও সহজতম উপায়ে দেশে বসবাসরত পরিবারবর্গদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এনসিসি ব্যাংক লিঃ এর ১২৫টি শাখা ও ০৬টি উপশাখার পাশাপাশি এর সহযোগী প্রতিষ্ঠান ও সাব-এজেন্টের প্রায় ৫,০০০ টি আউটলেট থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে রেমিটেন্স সেবা প্রদান করে আসছে।
এএ