ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর খুলনা জোনের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন ফেব্রুয়ারি খুলনার একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের খুলনা জোনপ্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু নাসের মোহাম্মদ নাজমুল বারীর সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেভেলপমেন্ট উইং প্রধান মোহাম্মদ মোশাররফ হোসাইন। সম্মেলনে খুলনা জোনের ২৭ জন শাখা ব্যবস্থাপক, ম্যানেজার অপারেশনস ও নির্বাচিত কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির ভাষণে মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ব্যবসা-বাণিজ্য প্রসার ও সম্পদ বিকেন্দ্রীকরণের মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনেতিক উন্নয়নে কাজ করছে ইসলামী ব্যাংক। খুলনা অঞ্চল থেকে সংগৃহীত আমানত ও রেমিট্যান্স উৎপাদনমুখী ও কল্যাণবর্ধক খাতে বিনিয়োগের মাধ্যমে দেশের কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখছে। নতুন নতুন খাত ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে ব্যাংকিং সেবা আরও বেশি মানুষের দোরগোঁড়ায় পৌছে দিতে তিনি স্থানীয় কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
তিনি বলেন, ইসলামী শরীআহর উদ্দেশ্য হল ব্যক্তি, সামাজিক এবং অর্থনৈতিক জীবণের কল্যাণ সাধন করা। ইসলামী ব্যাংক এ উদ্দেশ্যকে গুরুত্ব দিয়ে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ এবং বিনিয়োগের পাশাপাশি সামাজিক কল্যাণকে মুখ্য উদ্দেশ্য হিসেবে বিবেচনা করে। তিনি আরও বলেন পরিপালন ও সুশাসনের সংস্কৃতি অনুসরণের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আন্তর্জাতিক পরিমন্ডলে সমাদৃত হয়েছে এ ব্যাংক।