ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ হওয়ার জেলেদের মধ্যে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। বাগেরহাটের দুবলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনার তৃতীয় দিনে সোমবার (৭ ফেব্রুয়ারি) দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে পূর্ব বনবিভাগের দুবলা শুঁটকিপল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় জানান, এ নিয়ে এখন পর্যন্ত চার জনের লাশ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন দশ জেলে। এ ছাড়া সাগরে নিমজ্জিত সাতটি ট্রলারের সন্ধান মেলেনি এখনও।
সর্বশেষ উদ্ধার জেলের নাম আনোয়ার হোসেন বাদল। তিনি বাগেরহাটের কচুয়ার সৈয়দ আলী হাওলাদারের ছেলে। এর আগে দুপুরে বঙ্গোপসাগরের নীলবয়া এলাকায় ভেসে ওঠা এক জেলের লাশ উদ্ধার করেন সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা।
শুক্রবার রাতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে পূর্ব সুন্দরবনের দুবলার চর সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে আঠারোটি ট্রলার ডুবে যায় এবং ১৪ জেলে নিখোঁজ হন।
সানবিডি/এনজে