ভোজ্যতেল ও তেলবীজ মজুদের সময় বাড়াল ভারত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-০৮ ১৪:০৯:৪৭

বাড়তির দিকে থাকা দামের লাগাম টেনে ধরতে এবং অবৈধ মজুদ প্রতিরোধ করতে ভোজ্যতেল ও তেলবীজ মজুদের সময় বাড়িয়েছে ভারত।সম্প্রতি দেশটির কেন্দ্রীয় সরকার ৩০ জুন পর্যন্ত মজুদ সময়সীমা নির্ধারণের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করে। খবর দি ইকোনমিক টাইমস।
সরকারের এ সিদ্ধান্ত প্রত্যেকটি প্রাদেশিক সরকার বাস্তবায়ন করবে। এর আগে মজুদের যে সময় বেঁধে দেয়া হয়েছিল, তা প্রদেশগুলো বাস্তবায়ন করেনি বলেও জানা গেছে।
এ বিষয়ে তথ্য বলছে, ২০২১ সালের অক্টোবরে ভারতের ভোক্তাবিষয়ক মন্ত্রণালয় চলতি বছরের মার্চ পর্যন্ত ভোজ্যতেল ও তেলবীজ মজুদের সময় বেঁধে দেয়। এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রাদেশিক সরকারগুলোকে নির্দেশ দেয়া হয়। এক্ষেত্রে বিদ্যমান মজুদ ও ব্যবহার পরিস্থিতির ওপর ভিত্তি করে মজুদের পরিমাণ নির্ধারণ করতে বলা হয়।
কেন্দ্র সরকারের নির্দেশনা অনুযায়ী, উত্তর প্রদেশ, কর্ণাটক, হিমাচল প্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান ও বিহার নিজ নিজ প্রদেশে মজুদ সীমা নির্ধারণ ও বাস্তবায়ন করে। তবে অনেক প্রদেশই এ নির্দেশনা প্রতিপালন করেনি।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ভোক্তা পর্যায় পর্যন্ত ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে সব প্রদেশকেই সরকারি এ সিদ্ধান্ত কার্যকর করা জরুরি। তেলের দাম আরো কমিয়ে আনতে সরকার বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। সর্বশেষ চলতি মাসে ৩০ জুন পর্যন্ত নির্দিষ্ট পরিমাণ ভোজ্যতেল ও তেলবীজ মজুদের সময় বেঁধে দেয়া হয়েছে। ভোজ্যতেলের ক্ষেত্রে খুচরা বিক্রেতাদের জন্য মজুদ সীমা ৩০ কুইন্টাল। পাইকারি বিক্রেতারা ৫০০ কুইন্টাল পর্যন্ত মজুদ করতে পারবেন। প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানগুলো ৯০ দিন পর্যন্ত মজুদ করতে পারবে।
তেলবীজের ক্ষেত্রে খুচরা বিক্রেতারা ১০০ কুইন্টাল এবং পাইকারি বিক্রেতারা দুই হাজার কুইন্টাল পর্যন্ত মজুদ করতে পারবেন। উৎপাদন সক্ষমতা অনুসারে, প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত মজুদ ধরে রাখতে পারবে। তবে আমদানি ও রফতানিকারকরা এ সিদ্ধান্তের আওতায় পড়বে না।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













