বৈশ্বিক বাজারে বেড়েছে অ্যালুমিনিয়ামের দাম।মূলত সরবরাহ সংকট বাজারে অস্থিতিশীলতা বাড়াচ্ছে। পাশাপাশি লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) ধাতুটির মজুদ তলানিতে নেমেছে। মূলত এসব কারণেই বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
সোমবার সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে মার্চে সরবরাহ চুক্তিতে অ্যালুমিনিয়ামের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৩ হাজার ৪৯৭ ডলার ৪৮ সেন্ট। অধিবেশনের শুরুতে ধাতুটির দাম সাড়ে তিন মাসের সর্বোচ্চে পৌঁছে।
অন্যদিকে এলএমইতে তিন মাসের সরবরাহ চুক্তিতে অ্যালুমিনিয়ামের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে টনপ্রতি ৩ হাজার ১২১ ডলার ৫০ সেন্টে। এলএমইর গুদামগুলোয় অ্যালুমিনিয়ামের মজুদ ৭ লাখ ৭৫ হাজার ৪৭৫ টনে নেমেছে, যা ২০০৭ সালের ফেব্রুয়ারির পর সর্বনিম্ন।
বর্তমানে বিশ্বের শীর্ষ অ্যালুমিনিয়াম রফতানিকারক দেশগুলোর একটি রাশিয়া। দেশটির সঙ্গে ইউক্রেনের রাজনৈতিক সংঘাত তৈরি হওয়ার পর থেকে আন্তর্জাতিক বাজারে ধাতুটির সরবরাহ সংকটের উদ্বেগ প্রকট আকার ধারণ করে। এ উদ্বেগ এমন সময় দেখা দিয়েছে, যখন চীন ও ইউরোপের বিভিন্ন বিগলন কেন্দ্র বিদ্যুতের অতিরিক্ত দামের কারণে উৎপাদন বন্ধ করে দিচ্ছে।
সানবিডি/এনজে