পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি সামিট পাওয়ারের দুই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুনরায় শুরু জন্য সম্মতিপত্র দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে (বিআরইবি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সামিট পাওয়ারের প্রতিষ্ঠান ১৩.৫ মেগাওয়াটের চান্দিনা পাওয়ার প্লান্ট (ইউনিট-২) গত ১৫ নভেম্বর থেকে এবং মাধবদী পাওয়ার প্লান্ট (ইউনিট-২) গত ১৬ ডিসেম্বর থেকে বন্ধ ছিল।
বিদ্যুৎ কেন্দ্র দুইটির উৎপাদন ৭ ফেব্রুয়ারি থেকে পুনরায় চালু করতে সম্মতি দিয়েছে বিআরইবি।
কোম্পানিটি এখন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) সাথে শুল্ক এবং নবায়ন পাওয়ার পারচেজ চুক্তির অন্যান্য শর্তাবলী নিয়ে আলোচনার প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস