চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে পুড়ে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।উপজেলার সরল ইউনিয়নের পশ্চিম কাহারঘোনায় মোহাম্মদ ইদ্রিস নামে এক ব্যক্তির বাড়িতে সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। মৃতরা হলো মোহাম্মদ মিনহাজ (১২) ও রুহি মনি (৩)।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদ ইদ্রিসের বাড়িতে আগুন লাগে। এ সময় পরিবারের অন্য সদস্যরা বের হতে পারলেও ঘুমে থাকায় বের হতে পারেনি ইদ্রিসের দুই সন্তান। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই পুড়ে যায় ঘরটি।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল উদ্দিন বলেন, আগুনে দুই শিশুর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার নুরুল বশর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে যায়। মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
সানবিডি/এনজে