চলমান উত্তেজনার মধ্যে মস্কো ইউক্রেনে আগ্রাসন চালালে রাশিয়া থেকে জার্মানিতে সরাসরি গ্যাস সরবরাহের পাইপলাইন নর্ড স্ট্রিম ২ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
সোমবার হোয়াইট হাউজে জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন এই হুঁশিয়ারি দেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়।
ইউরোপ ও আমেরিকার এই দুই নেতার বৈঠক এমন এক সময়ে হল যখন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে বলেছেন- এখনও যুদ্ধ এড়ানো সম্ভব।
সোমবার ওয়াশিংটনে বাইডেন ও শুলজের বৈঠকের পর দুজন সংবাদ সম্মেলন করেন। সাংবাদিকরা নর্ড স্ট্রিম ২ নিয়ে প্রশ্ন করলে, বাইডেন বলেন, 'রাশিয়া যদি অভিযান চালায়... আবারও, তাহলে নর্ড স্ট্রিড ২ বলে আর কিছুর অস্তিত্ব থাকবে না। আমরা এটা শেষ করে দেব।'
কীভাবে এই কাজটি করা হবে এমন প্রশ্নের সুনির্দিষ্ট জবাব না দিয়ে বাইডেন বলেন, 'আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা এটা করতে পারব।'
জার্মানির চ্যান্সেলরের দায়িত্ব নেওয়ার পর ওয়াশিংটনে এটা শুলজের প্রথম সফর। তবে সংবাদ সম্মেলনে বহুল আলোচিত এই গ্যাস পাইপলাইন নিয়ে বাইডেনের মত স্পষ্ট করে নিজের অবস্থান জানাননি তিনি।
তবে তিনি বলেছেন, ইউক্রেইনের বিরুদ্ধে মস্কো অভিযান চালালে তাদের ওপর অবরোধ আরোপের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ও জার্মানি ‘পুরোপুরি একমত’।
শুলজ বলেন, 'আমরাও একই ধরনের পদক্ষেপ নেব এবং সেগুলো হবে রাশিয়ার জন্য খুবই, খুবই, খুবই কঠিন।'
রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহের জন্য বাল্টিক সাগরের তলদেশ দিয়ে এক হাজার ২২৫ কিলোমিটার দীর্ঘ নর্ড স্ট্রিম ২ পাইপলাইন নির্মাণে পাঁচ বছর লেগেছে, খরচ হয়েছে এক হাজার ১০০ কোটি ডলার।
সানবিডি/এনজে