সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৮০৯ বারে ১ কোটি ২৩ লাখ ৯৭ হাজার ৪৯৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৩ কোটি ১৩ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা উত্তরা ফাইন্যান্সের দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৫৬২ বারে ৪ লাখ ৭১ হাজার ৬৬০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ১০ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা তমিজউদ্দিন টেক্সটাইলের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ৬৮৪ বারে ১ লাখ ১৩ হাজার ৯৭৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ২০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিডি থাই ফুডের ৯.৯৬ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৯.৯৩ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৯.৯২ শতাংশ, ইয়াকিন পলিমারের ৯.৯১ শতাংশ, খুলনা পাওয়ারের ৯.৭৯ শতাংশ, খান ব্রাদার্সের ৮.৩৩ শতাংশ এবং ফার কেমিক্যালের শেয়ার দর ৭.৬২ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস