দেশে আনা হচ্ছে ঠান্ডায় মারা যাওয়া ৭ বাংলাদেশির মৃতদেহ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০২-০৮ ১৬:৩৩:১৮


ইউরোপে অভিবাসনের প্রত্যাশায় নৌকায় করে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ‘দীর্ঘ সময় তীব্র ঠাণ্ডায় থাকার ফলে হাইপোথার্মিয়া’য় মারা যাওয়া সাত বাংলাদেশির মৃতদেহ দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতালিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মর্মান্তিক ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মৃতদেহ ফেরত আনা হচ্ছে।

এতে আরও জানানো হয়, আগামী শনিবার (১২ ফেব্রুয়ারি) ও সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুই ব্যক্তির মৃতদেহ দেশে ফেরত পাঠানোর জন্য বুকিং দেওয়া হয়েছে। আর বাকিদের মৃতদেহও শিগগিরই আনা হবে।

গত ২৫ জানুয়ারি ওই সাত বাংলাদেশির মৃত্যু হয়। দূতাবাসের তথ্য অনুযায়ী, নিহতরা হলেন- ইমরান হোসেন (মাদারীপুর),  জয় তালুকদার (মাদারীপুর), সাফায়েত (মাদারীপুর), জহিরুল (মাদারীপুর), কামরুল হাসান বাপ্পী (মাদারীপুর), সাজ্জাদ (সুনামগঞ্জ) এবং সাইফুল (কিশোরঞ্জ)।

ইতালিয়ান বার্তা সংস্থা এএনএসএ-র প্রতিবেদনে বলা হয়, তাদের বহনকারী নৌকাটি তিন দিন আগেই লিবিয়া থেকে ইতালির উদ্দেশে রওনা দিয়েছিল। জনবসতিহীন ইতালিয়ান দ্বীপ ল্যাম্পেদুসার উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে নৌকাটিকে দেখতে পান কোস্টগার্ড সদস্যরা। নৌকায় যাত্রী ছিলেন ২৮৭ জন, তাদের মধ্যে ২৭৩ জনই বাংলাদেশি। নৌকায় তিন জনের মৃতদেহ পাওয়া যায়। পরে নৌকাটি বন্দরে ভেড়ানোর আগেই আরও চার জনের মৃত্যু হয়।

সানবিডি/এনজে