সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৫টি কোম্পানি কোম্পানির ৪২ কোটি টাকার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৮৭ লাখ ৩৩ হাজার ৪০১টি শেয়ার ৬৪ বার হাত বদলের মাধ্যমে ৪২ কোটি ৬৮ লাখ ৯২ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৪ কোটি ২৫ লাখ ৯৬ হাজার টাকার লেনদেন হয়েছে কুইন সাউথ টেক্সটাইলের। দ্বিতীয় সর্বোচ্চ ১১ কোটি ৫১ লাখ ৩০ হাজার টাকার ফরচুন সুজের এবং তৃতীয় সর্বোচ্চ ৬ কোটি ৫ লাখ টাকার লেনদেন হয়েছে আইডিএলসির।
জানা গেছে, প্রভাতী ইন্স্যুরেন্সের ২ কোটি ২৪ লাখ ৩৮ হাজার টাকার, বারাকা পাওয়ারের ২ কোটি ১৪ লাখ ৭ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ১ কোটি ১৮ লাখ ৩৩ হাজার টাকার, হামিদ ফেব্রিক্সের ৪৬ লাখ টাকার, বার্জার পেইন্টসের ৪৪ লাখ ৭৩ হাজার টাকার, পেনিনসুলার ৪১ লাখ ৮০ হাজার টাকার, আরএকে সিরামিকের ৩৭ লাখ ৮৫ হাজার টাকার, পাওয়ার গ্রীডের ৩৭ লাখ ৫৮ হাজার টাকার, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমের ২৪ লাখ ৮৩ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ২৩ লাখ ৫০ হাজার টাকার, ডোরিন পাওয়ারের ২২ লাখ ৯৭ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২২ লাখ ৮২ হাজার টাকার, রবি আজিয়াটার ২২ লাখ ৭১ হাজার টাকার, বে-লিজিংয়ের ২১ লাখ ১৯ হাজার টাকার, দেশবন্ধুর ১৭ লাখ ৭১ হাজার টাকার, আরডি ফুডের ১৭ লাখ ৫০ হাজার টাকার, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ১৫ লাখ টাকার, আলহাজ্ব টেক্সটাইলের ১৪ লাখ ৬৫ হাজার টাকার, ইয়াকিন পলিমারের ১৩ লাখ ৯৭ হাজার টাকার, রুপালি লাইফের ১২ লাখ ২২ হাজার টাকার, বীচ হ্যাচারির ১১ লাখ ৯১ হাজার টাকার, এপেক্স ফুটওয়্যারের ৯ লাখ ৭২ হাজার টাকার, বিএসআরএম স্টিলের ৯ লাখ ৪০ হাজার টাকার, ফারইস্ট লাইফের ৯ লাখ ২৭ হাজার টাকার, রিপাবলিক ইন্সুরেন্সের ৮ লাখ ৭ হাজার টাকার, ফার্মা এইডের ৭ লাখ ৬৬ হাজার টাকার, বসুদ্ধরা পেপারের ৭ লাখ ৪ হাজার টাকার, ইউনিক হোটেলের ৬ লাখ ৯৮ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৬ লাখ ৬৮ হাজার টাকার, শাহজালাল ইসলামী ব্যাংকের ৫ লাখ ৬৩ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্সুরেন্সের ৫ লাখ ৪৫ হাজার টাকার, প্রাইম ফাইন্যান্সের ৫ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস