নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক ছিলেন এবাদত হোসেন। সেই টেস্টে পারফরম্যান্সের সুবাদে জানুয়ারি মাসের বর্ষসেরা ক্রিকেটার খেতাবের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশি পেসার এবাদত হোসেন চৌধুরী। মাস সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য এবারই প্রথম মনোনয়ন পেলেন এবাদত। এর আগে বাংলাদেশের চার ক্রিকেটার মনোনয়ন পেলেও খেতাব জিতেছেন কেবল দু'জন।
মঙ্গলবার জানুয়ারি মাসের পারফরম্যান্সে মনোনীত এবাদত ছাড়াও আছেন দক্ষিণ আফ্রিকার ডিওয়াল্ড ব্রেভিস ও কিগান পিটারসেন। এদের মধ্যে ব্রেভিস মাতিয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। পুরুষ ক্যাটাগরিতে এবারই প্রথম কোনো যুবা ক্রিকেটার মাস সেরা ক্রিকেটারের দৌড়ে জায়গা পেলেন। সাবেক প্রোটিয়া কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের মত খেলার কারণে ইতোমধ্যে নামডাক কুড়িয়েছেন তিনি। অনেকে তাকে আখ্যায়িত করছেন বেবি ডি ভিলিয়ার্স নামে।
কিগার পিটারসেন জায়গা পেয়েছেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জেতানো পারফরম্যান্সে। দ্বিতীয় ও তৃতীয় টেস্টে দারুণ ব্যাটিং করেছেন ২৮ বছর বয়সী কিগান, জিতিয়েছেন তৃতীয় টেস্ট।
এবাদত হোসেন গেল জানুয়ারিতে দুটি টেস্ট খেলেছেন। যার সবকটিই নিউজিল্যান্ডের মাটিতে। দুই টেস্টে ২৯.৩৩ গড়ে তুলে নিয়েছেন ৯ উইকেট। তবে প্রথম টেস্টে তিনি ৪৬ রানের বিনিময়ে তুলে নিয়েছিলেন ৬ উইকেট, যার ফলেই বাংলাদেশ পায় নিউজিল্যান্ডের মাটিতে তাদের প্রথম টেস্ট জয়। ম্যাচ জেতানো সেই পারফরম্যান্সের পর ম্যাচসেরার পুরস্কারও পেয়েছিলেন। এবার আইসিসির আরেকটি স্বীকৃতি পাওয়ার দ্বারপ্রান্তে এ ক্রিকেটার।
নারী ক্রিকেট থেকে জানুয়ারি মাসের মনোনয়ন পেয়েছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, ওয়েস্ট ইন্ডিজের ডিন্ড্র ডটিন ও ইংল্যান্ডের হিদার নাইট।
সানবিডি/এনজে