রাজধানীর মিরপুরের একটি ছয় তলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।
আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
তিনি বলেন, মিরপুর-১১ নম্বরে একটি ছয়তলা ভবনের এসিতে আগুন লেগেছে। আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পর এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবো।
সানবিডি/এনজে