প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য আগামী শনিবার ৬০ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠকে বসবে অনুসন্ধান বা সার্চ কমিটি।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির দ্বিতীয় বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, আজকের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে, নির্বাচন কমিশনে যেসব রাজনৈতিক দলের নিবন্ধন রয়েছে, সেসব রাজনৈতিক দলগুলোর কাছে আগামীকাল বুধবার (০৯ ফেব্রুয়ারি) চিঠি পাঠানো হবে। সেই চিঠির জবাবে রাজনৈতিক দলগুলো পছন্দের ১০ ব্যক্তির নাম মন্ত্রিপরিষদ বিভাগে অনলাইনে কিংবা সরাসরি সুপারিশের আবেদন জমা দিতে পারবে। একইসঙ্গে কোনো বিশিষ্ট নাগরিক নাম জমা দিতে চাইলে দিতে পারবেন।
মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, আগামী শনিবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা এবং পৌঁনে ১টা থেকে সোয়া ২টা পর্যন্ত বিশিষ্ট নাগরিক ও বিশিষ্ট পেশাজীবীদের সঙ্গে সার্চ কমিটি বৈঠক করবে। রোববার সকালেও আরেকটি মিটিং হবে।
এএ