বায়ু দূষণের কারণে বিশ্বে প্রতি বছর ৫৫ লাখের বেশি মানুষ মারা যায় বলে এক নতুন গবেষণায় দাবি করা হচ্ছে। বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটছে চীন এবং ভারতের মতো দেশে। তাদের রিপোর্টে বলা হয়, বিশ্ব জুড়ে মানুষের মৃত্যুর ক্ষেত্রে বায়ু দূষণ এখন চতুর্থ বড় ঝুঁকি।
বায়ু দূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী করা হচ্ছে বিদ্যুত কেন্দ্র, কারখানা, যানবাহন থেকে নির্গত ধোঁয়াকে। এই নতুন গবেষণার ফল প্রকাশ করা হয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এক বিজ্ঞান উৎসবে। ইন্টারন্যাশনাল গ্লোবাল বার্ডেন অব ডিজিজ প্রজেক্ট এই গবেষণার তথ্য সংগ্রহ করে।
বায়ু দূষণের কারণে যে ক্ষুদ্রকণা মানুষ শ্বাসের সঙ্গে টেনে নেয় তা হৃদরোগ এবং নানা ধরণের শ্বাসরোগের ঝুঁকি বাড়ায়। রিপোর্টে বলা হয়, বায়ু দূষণের কারণে চীনে প্রতি বছর মারা যায় ১৬ লাখ মানুষ। ভারতে এই মৃত্যুর সংখ্যা ১৩ লাখ।
তবে চীনে বায়ু দূষণ ঘটে মূলত কয়লা পোড়ানোর কারণে। অন্যদিকে ভারতে দূষণের জন্য মূলত দায়ী করা হচ্ছে রান্নার জন্য যে লাকড়ি ব্যবহার করা হয় সেটিকে।
ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার মাইকেল ব্রয়ের বলেছেন, চীন এবং ভারতের উচিত দূষণ কমাতে যেখানে যেখানে সম্ভব পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করা।
সূত্র: বিবিসি বাংলা
সানবিডি/ঢাকা/রাআ