ভর্তুকি কমাতে রাজধানীতে কমপক্ষে ২০ শতাংশ পানির দাম বাড়াতে চায় ঢাকা ওয়াসা।আজ বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা ওয়াসা ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এবং বোর্ড সদস্য প্রকৌশলী তাকসিম এ খান।
এর আগে সোমবার অনুষ্ঠিত বোর্ড সভায় পানির দাম ৪০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেন তাকসিম এ খান। তবে বেশিরভাগ সদস্য এর বিপক্ষে মতামত দেন।
এ ব্যাপারে জানা গেছে , ঢাকা ওয়াসার বর্তমান প্রশাসন বিগত প্রায় ১৩ বছরে পানির দাম বাড়িয়েছে ১৪ বার। কোভিড-১৯ মহামারির মধ্যেও দুই বছরে দুদফা আবাসিক ও বাণিজ্যিক পানির দাম বাড়ানো হয়।
বর্তমানে আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে প্রতি ১ হাজার লিটার পানির দাম ১৫ টাকা ১৮ পয়সা। আর বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে প্রতি এক হাজার লিটার পানির দাম বর্তমানে ৪২ টাকা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দাম কার্যকর করতে চায় ঢাকা ওয়াসা।
তবে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন আইন-১৯৯৬ অনুযায়ী, ঢাকা ওয়াসা বোর্ড প্রতিবছর ৫ শতাংশ হারে পানির দাম বাড়াতে পারবে।
সানবিডি/এনজে