সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩১টি কোম্পানির ৪০ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৫৩ লাখ ৪০ হাজার ৯৭৭টি শেয়ার ৫৯ বার হাত বদলের মাধ্যমে ৪০ কোটি ৪১ লাখ ৭১ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২০ কোটি ২৫ লাখ ১৫ হাজার টাকার লেনদেন হয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ৪৭ লাখ ৬০ হাজার টাকার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৩৮ লাখ ২৭ হাজার টাকার লেনদেন হয়েছে আরডি ফুডের।
এছাড়া ব্লক মার্কেটে, সী-পার্লের ২ কোটি ২১ লাখ ৬২ হাজার টাকার, আলহাজ্ব টেক্সটাইলের ১ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ১ কোটি ৩৯ লাখ ৬৮ হাজার টাকার, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ১ কোটি ১৪ লাখ ৭ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৮৬ লাখ ৭১ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৭৮ লাখ ৮৫ হাজার টাকার, প্রাইম ইন্স্যুরেন্সের ৫৪ লাখ টাকার, ওরিয়ন ফার্মার ৫০ লাখ ৫০ হাজার টাকার, ইয়াকিন পলিমারের ৪৯ লাখ ৭৩ হাজার টাকার, সন্ধানী ইন্স্যুরেন্সের ৪৯ লাখ ৩৭ হাজার টাকার, বারাকা পাওয়ারের ৪৮ লাখ ১১ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ২৬ লাখ ৪৯ হাজার টাকার, সোনারগাঁও টেক্সটাইলের ১৮ লাখ ৭১ হাজার টাকার, ফার্মাএইডের ১২ লাখ ১৬ হাজার টাকার, ইফাদ অটোসের ১১ লাখ ৭৪ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১১ লাখ ২৮ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ৯ লাখ ৬৯ হাজার টাকার, এইচআর টেক্সটাইলের ৯ লাখ ১৫ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ৮ লাখ ৮৮ হাজার টাকার, ইউনিয়ন ব্যাংকের ৮ লাখ ৪০ হাজার টাকার, ডেল্টা লাইফের ৮ লাখ ২১ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৭ লাখ ৩৩ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ৬ লাখ ২৫ হাজার টাকার, ঢাকা ইন্স্যুরেন্সের ৬ লাখ টাকার, কে অ্যান্ড কিউয়ের ৫ লাখ ৯২ হাজার টাকার, ওয়ান ব্যাংক লিমিটেডের ৫ লাখ ৮০ হাজার টাকার, এপিএসসিএল বন্ডের ৫ লাখ ২৫ হাজার টাকার, বে-লিজিংয়ের ৫ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস