দিনাজপুরের বোচাগঞ্জে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় রাখাল চন্দ্র রায় (৫৫) নামে একজন নিহত হয়েছেন।
আজ বুধবার সকালে বোচাগঞ্জ উপজেলার ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের ইশানিয়া মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত রাখাল চন্দ্র রায় ওই এলাকার মৃত জগদীশ চন্দ্র রায়ের ছেলে।
এ বিষয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পৈত্রিক মাত্র ৭ শতক জমি নিয়ে ওই এলাকার রাখাল চন্দ্র রায়ের সঙ্গে পরেশ চন্দ্র রায়ের দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে বুধবার সকালে পরেশ চন্দ্র রায় ও তার ছেলে শ্যামল চন্দ্র রায়ের সঙ্গে রাখাল চন্দ্র রায়ের কথা কাটাকাটি ঘটে। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটলে গুরুতর আহত হন রাখাল চন্দ্র রায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সংবাদ পেয়ে বোচাগঞ্জ থানা পুলিশ নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মতিয়ার রহমান জানান, ময়নাতদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সানবিডি/এনজে