গৃহকর্মী সেজে অনেক ক্ষেত্রে ভয়ংকর অপরাধী ঢুকে পড়ছে বাসায়। চুরি হচ্ছে মূল্যবান জিনিস। অনেক ক্ষেত্রে গৃহকর্মীর হাতে প্রাণ যাচ্ছে গৃহকর্তার। এমন কিছু ঘটনা আমলে নিয়ে গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে ছয়টি সুপারিশ তুলে ধরেছে পুলিশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
ধানমন্ডির এক বাসায় গৃহকর্মীর হাতে জোড়া খুনের একটি মামলার তদন্ত শেষে এসব সুপারিশ তুলে ধরে সংস্থাটি।
বুধবার (৯ ফেব্রুয়ারি) পিবিআই সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরা হয়।
পিবিআই’র সুপারিশ গুলো হলো-
১. নিয়োগের আগে নাম-ঠিকানা যাচাই করতে হবে।
২. জাতীয় পরিচয়পত্রের কপি নিতে হবে।
৩. অপরিচিত কাউকে হঠাৎ বাসায় কাজের লোক হিসেবে না নেওয়া।
৪. দীর্ঘদিনের কাজের লোককে অতিরিক্ত বিশ্বাস না করে তার দিকে সতর্ক নজর রাখা।
৫. মোবাইল নম্বরে কল দিয়ে যাচাই করা।
৬. মোবাইলে ছবি তুলে রাখা।
গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে এই ছয়টি বিষয় বিবেচনার তাগিদ দেন পিবিআই অর্গানাইজড ক্রাইম উত্তরে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাহেরুল হক চৌহান।
তিনি বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায় ভয়ংকর অপরাধীরা গৃহকর্মী সেজে বাসা বাড়িতে কাজ নেন। পরে ধর্ষণ এমনকি হত্যার মতো অপরাধও সংঘটিত হয়ে থাকে তাদের মাধ্যমে।
এএ