বসন্তের আগমনে জাদুকাটা নদীর তীরে ১০০ বিঘা জমির ওপর তৈরি শিমুলগাছে কোকিল না থাকলেও ফুলে ফুলে ভরে গেছে বাগান। আর এতেই ভিড় করছেন দর্শনার্থীরা। সবুজের ডালে ডালে রক্তলালের নাচন, শত কোটি শিমুল ফুলের রাজত্ব— এ যেন এক স্বপ্নপূর্তি স্বর্গরাজ্য।
বসন্ত আসার বাকি আর মাত্র কয়েক দিন। তবে বসন্তের হাওয়া উত্তরের ভারতের মেঘালয় খাসিয়া পাহাড় থেকে জাদুকাটা নদীর স্বচ্ছ জলের আভা দোলা দিচ্ছে বাগানের প্রতিটি শিমুলগাছে। সে হাওয়ায় ঝরে পড়ছে রক্তরাঙা লাল শিমুল ফুল।
পাহাড়ি নদী জাদুকাটার তীরজুড়ে এখন এমনই মুগ্ধতা। যেন রক্তরাঙা শিমুলের অগ্রিম বাসন্তী অভিবাদন জানাচ্ছে সবাইকে। রূপের সেই আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে সর্বত্র কুড়িয়েছে হাজারো সৌন্দর্যপিপাসুর মন। ফাগুনের প্রকৃতির এই আগুনের সূত্রপাত বুঝি তাহিরপুরের এই শিমুলবাগান থেকেই।
এদিকে গাছভর্তি ফুলের কোনো সৌরভ না থাকলেও মায়ার কোনো কমতি নেই। দূরদূরান্ত থেকে সেই ফুলের স্নিগ্ধতা নিতে আসা মানুষগুলো যেন সেই মায়ার জালেই বন্দী।
সময়ের স্রোতে একদিন বসন্তের আগমন ঘটবে এবং ফোরাবে। তবে তাহিরপুরের রূপে ভাটা পড়বে না এতটুকুও। শহীদ সিরাজ লেক, বড়গোপটিলা, টাঙ্গুয়ার হাওর, মেঘালয় পাহাড়, আর সেই পাহাড় বেয়ে নেমে আসা জাদুকাটা নদীর জাদুর টান রয়ে যাবে বছরজুড়ে।
সানবিডি/এনজে