বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ আজ প্লে অফে কোয়ালিফাই করতে খুলনার মুখোমুখি কুমিল্লা। এই ম্যাচে জিতলে প্লে অফে কোয়ালিফাই করবে কুমিল্লা। খুলনা জিতলেও সম্ভাবনা থাকবে। এমন ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম। টস হেরে শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে কুমিল্লার সংগ্রহ ১৮৮ রান। টুর্নামেন্টে টিকে থাকতে হলে খুলনার সামনে ১৮৯ রানের লক্ষ্য।
এক পরিবর্তন নিয়ে মাঠে নামে খুলনা টাইগার্স। একাদশে এসেছেন রনি তালুকদার। বাদ পড়েছেন জাকের আলী অনিক। অন্যদিকে কুমিল্লাও নামে এক পরিবর্তন নিয়ে। একাদশে এসেছেন মাহিদুল অঙ্কন। বাদ পড়েছেন আরিফুল হক।
খুলনা টাইগার্স:
মুশফিকুর রহিম (অধিনায়ক) আন্দ্রে ফ্লেচার, রনি তালুকদার, ইয়াসির আলী চৌধুরী, থিসারা পেরেরা, শেখ মেহেদী হাসান, খালেদ আহমেদ, নাবিল সামাদ, সৌম্য সরকার, সিকান্দার রেজা ও রুয়েল মিয়া।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স:
ইমরুল কায়েস (অধিনায়ক) লিটন দাস, মাহিদুল অঙ্কন, আবু হায়দার রনি, নাহিদুল ইসলাম, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, মাহমুদুল হাসান জয়, সুনীল নারাইন, মঈন আলী ও ফাফ ডু প্লেসি।