যে কোন সময় ইউক্রেনে আক্রমণ করার জন্য রাশিয়ার সৈন্য প্রস্তুত আছে এবং যে কোনো দিন রাশিয়ার আক্রমণ শুরু হতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
বিবিসি জানায়, মার্কিন নাগরিকদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ বিষয়ে শুক্রবার হোয়াট হাউজ থেকে জানায়, আক্রমণের সূত্রপাত হতে পারে একটি বোমা হামলার মাধ্যমে। যার কারণে তখন বেসামরিক নাগরিকদের দেশটি থেকে বের হওয়া সম্ভব হবে না এবং এ ধরনের হামলা অবশ্যই সাধারণ নাগরিকদের জীবনকে বিপন্ন করে তুলবে। আর সেজন্য যুক্তেরাষ্ট্র প্রশাসন দেশটির নাগরিকদের দ্রুত ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে।
বিবিসি ‘র প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ছাড়াও আরও ৬টি দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার আহ্বান জানিয়েছে। এর মধ্যে যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস, লাটভিয়া, জাপান এবং সাউথ কোরিয়াও আছে।
তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ করেছে।
এর আগে এনবিসি নিউজের সাক্ষাৎকারে বাইডেন জানিয়ে দিয়েছেন, কোনও পরিস্থিতিতেই ইউক্রেনে মার্কিন সেনা পাঠাবেন না। তিনি মনে করেন তাহলে সেটা বিশ্বযুদ্ধ হয়ে যাবে।
ইউক্রেন সীমান্তে প্রায় লক্ষাধিক সেনা মোতায়েন করেছে রাশিয়া। যে কোনো সময় রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে পারে বলে বার বার সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। তবে রাশিয়া ধারাবাহিকভাবে ইউক্রেন আক্রমণের বিষয়টি অস্বীকার করে আসছে।
এম জি