সিরাজগঞ্জের সলঙ্গায় নিজের বিক্রি করা বাড়ি বাড়ি থেকে কামাল হোসেন (৫৩) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টায় সলঙ্গা থানার চড়িয়াশিকার গ্রামের পরিত্যক্ত ঘর থেকে লাশটি উদ্ধারের কথা জানিয়েছেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী।
এলাকাবাসী জানান, কামাল পরিবার নিয়ে ১৭ বছর আগে সিরাজগঞ্জ রোডে আসেন। দীর্ঘদিন এখানে ভাড়া বাড়িতে বসবাস করেন। গত কয়েক বছর ধরে সিরাজগঞ্জ রোডের ধারে চড়িয়া গ্রামে একটি বাড়ি ক্রয় করে স্ত্রী-সন্তানদের নিয়ে স্থায়ী বসবাস করেন। প্রথমে ভাঙ্গারির ব্যবসা শুরু করলেও পরে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চাকরি করতেন।
স্থানীয়রা আরও জানায়, সে গত কিছুদিন আগে বাড়িটি বিক্রি করেন এবং কয়েক সপ্তাহ আগে স্বপরিবারে এখান থেকে অন্যত্র চলে যায়। বিক্রি করা বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার পর থেকে বাড়িটি পরিত্যক্ত ছিল। এ অবস্থায় বাড়ির নতুন মালিক মানিক হোসেন শুক্রবার রাতে ঘরে ঢুকে কামালের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে ওসি আব্দুল কাদের জিলানী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল হতে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এম জি