১ দশমিক ২ শতাংশ কমেছে অ্যারাবিকা কফির দাম
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-১২ ১৪:২৪:৫৩

ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) দাম কমেছে অ্যারাবিকা কফির। এর আগে ১০ বছরের সর্বোচ্চ স্তর স্পর্শ করে পানীয় পণ্যটির দাম। মে মাসে সরবরাহের জন্য অ্যারাবিকার কফির দাম ১ দশমিক ২ শতাংশ বা ৩ দশমিক ২ সেন্ট কমে প্রতি পাউন্ডের দাম দাঁড়িয়েছে ২ ডলার ৫৫ সেন্ট। এর আগে পানীয় পণ্যটির দাম প্রতি পাউন্ড ২ ডলার ৬০ সেন্ট স্পর্শ করেছে, যা ২০১১ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। খবর রয়টার্স।
এ বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের শেষ নাগাদ অ্যারাবিকা কফির দাম চলতি স্তরের চেয়ে ৫ শতাংশ কমবে। আগামী মৌসুমের সঙ্গে সামঞ্জস্য করা ও বর্তমান ঘাটতি কমিয়ে আনার ফলে দামের চিত্রে এ হ্রাস দেখা যাবে বলে মনে করা হচ্ছে। জানুয়ারিতে শীর্ষ উৎপাদনকারী ব্রাজিল ২৯ লাখ ব্যাগ (প্রতি ব্যাগের পরিমাণ ৬০ কেজি) গ্রিন কফি রফতানি করেছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় ১৪ শতাংশ কম।
বুধবার সার্টিফাইড আইসিই অ্যারাবিকা স্টকের পরিমাণ ২০ বছরের সর্বনিম্ন স্তর স্পর্শ করে নেমেছে ১০ লাখ ৩০ হাজার ব্যাগ। ২০২১ সালের শেষ নাগাদ সার্টিফাইড আইসিই অ্যারাবিকা স্টকের পরিমাণ ছিল ১৫ লাখ ৪০ হাজার ব্যাগ।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













