ইন্দোনেশিয়ার জাকার্তার আইএসএসএফ গ্রাঁ পি’তে শনিবার আরও দুটি পদক পেয়েছে বাংলাদেশ। ১০ মিটার এয়ার রাইফেল দলীয় ইভেন্টে ছেলেদের বিভাগে রুপা এসেছে। আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) রাব্বি হাসান মুন্না, শোভন চৌধুরী ও মোহাম্মদ ইউসুফ আলী ত্রয়ী মিলে ১৪ পয়েন্ট নিয়ে এই পদক অর্জন করেন।
এই ইভেন্টে ১৬ পয়েন্ট নিয়ে সোনার পদক পেয়েছে সিঙ্গাপুর। এর আগে ৬২২.৮ স্কোর গড়ে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ দল। সেমিফাইনালে স্কোর ছিল ৯৩০। কিন্তু ফাইনালে এসে সেই তালে খেলতে পারেননি রাব্বি-শোভনরা।
রুপা জয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শোভন বলেছেন, ‘অল্পের জন্য সোনার পদক মিস হলো। আমরা সবাই ভেবেছিলাম সোনা জিতবো। তবে শেষ মুহূর্তে এসে আর হলো না।'
এছাড়া একই দিনে ১০মি. এয়ার রাইফেল মেয়েদের দলীয় ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশ। পিস্তলের মিক্সড ইভেন্টে অবশ্য শাকিল আহমেদ ও আনজিলা আমজাদ সেমিফাইনাল থেকে ছিটকে যান।
সবমিলিয়ে বাংলাদেশের ঝুলিতে একটি রুপা ও তিনটি ব্রোঞ্জ জমা হয়েছে।
সানবিডি/এনজে