[caption id="attachment_18231" align="alignright" width="600"] সুখমন্ত্রী ওহুদ আল রুমি[/caption]
জনগণের জীবনমান উন্নয়ন ও তাদের সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার নানা রকম উদ্যোগ-ই নিয়ে থাকে। এজন্য মানবউন্নয়ন থেকে শুরু করে সংস্কৃতি, প্রতিরক্ষা মন্ত্রণালয় গঠন করা হয়। তাই বলে জনগণের সুখ শান্তি নিশ্চিতের জন্য মন্ত্রণালয়! এমনই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত।
দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ রশিদ আল মাকতুম এ সংক্রান্ত বিশেষ মন্ত্রণালয় গঠন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। খবর বিবিসি ও এনবিসি নিউজের শেখ মাকতুম এ বিষয়ে বলেন, সুখ-শান্তি বিষয়ক মন্ত্রণালয় এমন সব নীতি প্রণয়ন করবে যাতে তার দেশের জনগণ খুশি ও তৃপ্ত থাকে। সেই সঙ্গে সহনশীলতা নিয়েও আলাদা একটি মন্ত্রণালয় গঠনেরও ঘোষণা দেন তিনি।
এ প্রসঙ্গে শেখ মাখতুম বলেন, 'সহনশীলতাকে সংযুক্ত আরব আমিরাতের মৌলিক মূল্যবোধ হিসাবে প্রতিষ্ঠা করাই হবে এ মন্ত্রণালয়ের কাজ।' এদিকে, উক্ত দুই মন্ত্রণালয় গঠনের জন্য দু'জন মন্ত্রী খোঁজার কাজ শুরু হয়ে গেছে। এর মধ্যে সুখবিষয়ক মন্ত্রণালয়ের জন্য প্রধানমন্ত্রীর দফতরের বর্তমান মহাপরিচালক ওহুদ আল রুমিকে নামে এক নারীকে বেছে নেয়া হয়েছে।
তিনি উক্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। গতকাল বুধবার প্রধানমন্ত্রী নতুন মন্ত্রিসভা গঠন করেন। এতে পাঁচজন নারী সদস্য স্থান পেয়েছেন। এদের একজনই হচ্ছেন দুবাইয়ের সাবেক অর্থনীতিবিষয়ক প্রধান অাল রুমি। তিনি সুখ মন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি প্রধানমন্ত্রীর দফতরের মহাপরিচালকও থাকবেন। তিনি বলেন, 'আমরা মন্ত্রীর সংখ্যা নিয়ে আগ্রহী নই। আমরা চাই এমন কিছু মন্ত্রী যারা সমাজের পরিবর্তন অনুধাবন করে সে অনুযায়ী কাজ করতে পারদর্শী।'