মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের ওপর দেওয়া যুক্তরাষ্ট্রের প্রত্যাহার হতে পারে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, 'আমরা চেষ্টা করছি। এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা আছে।'
শুক্রবার রাতে দুবাইয়ে বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত সিআইপি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। কবে নাগাদ হতে পারে সে বিষয়ে মন্ত্রী বলেন, 'কখন, কবে হবে জানি না।'
সম্প্রতি খবর বেরিয়েছে দুবাইয়ের আবাসন খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে বাংলাদেশিরা। এসব বিনিয়োগকারীদের ব্যাপারে কিছু জানেন কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'এই বিষয়ে আমরা জানি না। শুধু পত্রিকায় দেখেছি।'
এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুবাইয়ে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি মাহতাবুর রহমান নাসির। সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। অনুষ্ঠানে আমিরাতের ২১ জন সিআইপির হাতে সম্মাননা পদক তুলে দেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসীরা আমাদের সত্যিকারের নায়ক। রেমিট্যান্সের কারণে দেশের অভাবনীয় সাফল্য এসেছে।
তিনি বলেন, আমি সহকর্মীদের বারবার এই অনুরোধ করছি, সেবাপ্রত্যাশী প্রবাসীরা যখন বাংলাদেশ মিশনে আসবেন তখন যেন তারা স্মরণীয় করে রাখার মতো সেবা পান। প্রবাসীদের সমস্যার সমাধান করতে না পারলেও তাদের হাসিমুখে সেবা দান করবেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বক্তব্যে দুবাই প্রবাসীদের জন্য 'লাইফ চেঞ্জ' নামের একটি প্রকল্পের কথা উল্লেখ করেন। এই প্রকল্পের মাধ্যমে ৪৮ জন প্রবাসী ভিন্ন ভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
সানবিডি/এনজে