নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) টানা তৃতীয় বারের মতো নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী রোববার ( ১৩ ফেব্রুয়ারি) দায়িত্ব গ্রহণ করেছেন। একইসঙ্গে আজ সকালে কাউন্সিলররাও নগর ভবনে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এই সময় সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত মেয়র আইভীকে। পরে নগর ভবনে ২৭টি ওয়ার্ডের নারী ও পুরুষ কাউন্সিলরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
দায়িত্ব গ্রহণের পর মেয়র আইভী বলেন, গত ১৮ বছর যেভাবে জনগণের সেবা করে আসছি, এবারও আগামী পাঁচ বছর দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে কাজ করে যাবো। নগর ভবন হবে টেন্ডারবাজ-চাঁদাবাজ মুক্ত।
আইভী কাজের পরিকল্পনা প্রসঙ্গে বলেন, শুরুতেই চলমান কাজের পাশাপাশি মেগা প্রজেক্ট কদম রসুল ব্রিজকে প্রাধান্য দিয়ে কাজ করা হবে। জালকুড়িতে ওয়েস্ট টু এনার্জিসহ ছয়টি বড় মেগা প্রজেক্টের কাজ শেষ করার পর তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। জনগণের চাহিদা অনুযায়ী নতুন নতুন প্রকল্প হাতে নেওয়া হবে।
গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হন ডা. সেলিনা হায়াৎ আইভী।
এএ