নাটোর সদর উপজেলার একডালা এলাকায় তিন হাজার ৩৮৫ লিটার চোলাই মদসহ সাত জনকে গ্রেফতার করেছে র্যাব। আজ সোমবার সকালে সদর উপজেলার দুটি গ্রামে এই অভিযান চালানো হয়। নাটোর র্যাব অফিসের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতার ব্যক্তিরা হলেন– একডালা মেহেন্দীতলা গ্রামের রহিম পাহান (৪০), বাবুল পাহান, (৬৫), লিটন পাহান (২২), মিঠুন পাহান (২৬), রণজিৎ কর্মকার (৪০), রাজেন কর্মকার (৬০) ও কল্পনা পাহান (৪০)।
এ ব্যাপারে ফরহাদ হোসেন জানান, সোমবার সাড়ে সকাল সাড়ে ৯টার দিকে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একডালা ও একডালা মেহেন্দীতলা গ্রামে দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র্যাব। সে সময় ওই চোলাই মদসহ আসামিদের গ্রেফতার করা হয়।
এ ঘটনায় নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
সানবিডি/এনজে