নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ক্রমেই বেড়ে চলেছে ভারতে। কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না মূল্যস্ফীতির। এমন পরিস্থিতিতে ভোক্তা ও পরিশোধকদের সুবিধা দিতে পাম ওয়েল আমদানিতে শুল্ক কমালো ভারত। আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, ক্রুয়েড বা অপরিশোধিত পাম ওয়েল আমদানিতে শুল্ক সাত দশমিক পাঁচ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে।
বিশ্বের শীর্ষ ভোজ্য তেলের আমদানিকারক দেশটি মূল্য কমাতে ও অভ্যন্তরীণ ভোক্তা-পরিশোধকদের সুবিধা দিতে এমন সিদ্ধান্ত নিয়েছে। এ পদক্ষেপের ফলে অপরিশোধিত ও পরিশোধিত পাম ওয়েল আমদানি শুল্কের মধ্যে ব্যবধান বাড়বে।
এ বিষয়ে মুম্বাইভিত্তিক সলভেন্ট এক্সট্রাক্টরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (এসই) নির্বাহী পরিচালক বি ভি মেহতা বলেন, অপরিশোধিত ও পরিশোধিত পাম ওয়েলের মধ্যে আমদানি শুল্কের পার্থক্য ৮ দশমিক ২৫ শতাংশে প্রসারিত হবে।
তিনি বলেন, এতে ভারতের পরিশোধকরা সুবিধা পাবেন। তবে স্থানীয় পরিশোধনকে উৎসাহিত করার জন্য সরকারকে পার্থক্য ১১ শতাংশে উন্নীত করতে হবে বলেও জানান তিনি।
ভারত ভোজ্য তেলের চাহিদার দুই-তৃতীয়াংশেরও বেশি আমদানি করে। গত কয়েক মাস ধরে স্থানীয় তেলের দাম নিয়ন্ত্রণে লড়াই করছে দেশটি।
সানবিডি/এনজে