রাজধানীর হাতিরপুল, ফার্মগেটসহ আশপাশের বেশ কিছু এলাকায় আজ মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার রাতে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হাতিরপুল, গ্রিন রোড, পান্থপথ, পূর্ব রাজাবাজার, পশ্চিম রাজাবাজার এলাকার সব ধরনের গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণ হিসেবে গ্যাসের পাইপলাইন মেরামতের কথা উল্লেখ করা হয়েছে।
এ সময় আশেপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এম জি