চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এক বিচারককে মারধর করে অপহরণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনার মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাঁচলাইশ থানার জিইসি মোড় এলাকায় সোমবার রাত ১১টার দিকে নাজিরকে মারধরের ঘটনা ঘটে।
নগর পুলিশের উপসহকারী কমিশনার আবু বক্কর সিদ্দীক এই ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনার পর রাত ১টার দিকে বিচারকের পক্ষে আদালতের নাজির মো. আবুল কালাম আজাদ অপহরণ চেষ্টা ও মারধরের অভিযোগে পাঁচলাইশ থানায় একটি মামলা করেন। মামলায় ৫ জনকে তালিকাভুক্ত ও অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।
তালিকাভুক্ত পাঁচজন হলেন রানা মূর্তজা, শিশির মাহমুদ, মাসুকা সুলতানা, আব্দুর রহিম ও জিবান সুলতানা। এর মধ্যে শিশির মাহমুদ ছাড়া বাকিদের গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি জানান, জিইসি মোড় এলাকায় স্ত্রীকে নিয়ে হাঁটার সময় একটি ব্যক্তিগত গাড়ি পেছন থেকে উচ্চ শব্দে হর্ন বাজালে ওই ম্যাজিস্ট্রেট হাতের ইশারায় নিষেধ করেন। এ সময় আসামিরা গাড়ি থেকে নেমে তার সঙ্গে বাগবিতণ্ডা শুরু করেন। একপর্যায়ে রানা ম্যাজিস্ট্রেটকে কিলঘুষি মারা শুরু করেন এবং অন্যরা গাড়িতে তুলে অপহরণের চেষ্টা করেন। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারসহ চারজনকে আটক করে। পরবর্তী সময়ে এ ঘটনায় মামলা হলে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ কর্মকর্তা বলেন, ‘মঙ্গলবার সকালে গ্রেপ্তার আসামিদের চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।’