পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বিএনপিকে নির্বাচনের পথে আসতে হবে, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার সুযোগ নেই।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসেনি, পেছনের দরজা দিয়ে এসেছে।
১৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের ক্যাথল্যাব সমৃদ্ধ কার্ডিয়াক সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ধ্বংস করে দিয়েছে দাবি করে মন্ত্রী আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ধ্বংস করে দিয়েছে বিএনপি, এখন তারা গণতন্ত্র শিখাতে চান। এটা দুঃখজনক। তারা যদি নির্বাচন করতে চান তাহলে নির্বাচনের পথে আসতে হবে। স্বচ্ছতার জন্যই সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন করে থাকে।
এম জি