চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর (এইউডব্লিউ) নতুন উপাচার্য হয়েছেন ড. রুবানা হক।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়টি এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
রুবানা হক বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতৃত্ব দেয়া প্রথম নারী সভাপতি।
এছাড়া তিনি একজন কবি হিসেবেও সমাদৃত। ২০১৩ ও ২০১৪ সালে পরপর দু’বার বিবিসি’র ১০০ নারী নিবন্ধে স্থান পেয়েছিলেন রুবানা।
আগে থেকেই বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি মেম্বার ছিলেন তিনি এবং সম্প্রতি ট্রাস্টি বোর্ডের সহ-সভাপতিও নির্বাচিত হন।
এম জি