ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এ ২০২১ সালে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী ৯ জন কর্মকর্তা-কর্মচারীর জীবন বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক হস্তান্তর করা হয়।
পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড-এর গ্রুপ বীমার আওতায় কর্মচারীদের পরিবারকে মোট ৪৬ লক্ষ টাকা প্রদান করা হয়।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর ভাইস চেয়ারম্যান দেওয়ান নূরুল ইসলাম, এফসিএ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর ক্লেইম কমিটির চেয়ারম্যান হুমায়ুন বখতিয়ার, এফসিএ ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোরশেদ আলম সিদ্দিকী এবং ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান।
ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস ও মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
এএ