জাকার্তায় আরও একটি পদক বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০২-১৫ ১৬:২৭:৫৯

ইন্দোনেশিয়ার জাকার্তায় চলমান আইএসএসএফ গ্রাঁ পি’তে আরও একটি পদক জিতেছে বাংলাদেশ। ১০ মিটার এয়ার রাইফেলের দলীয় ইভেন্টে সাফল্যের পর এবার ৫০ মিটার ইভেন্টেও পদক এসেছে। ব্রোঞ্জ জিতেছেন শোভন চৌধুরী, রাব্বী হাসান মুন্না ও ইউসুফ আলী।
আজ মঙ্গলবার পদক জিততে বাংলাদেশের স্কোর করতে হয়েছে ১৭। এই ইভেন্টে সোনার পদক জিতেছে স্বাগতিক ইন্দোনেশিয়া। রুপা জিতেছে থাইল্যান্ড। এর আগে ১০ মিটার এয়ার রাইফেল ও মিক্সড ইভেন্টসহ অন্যগুলোতেও পদক এসেছে। সব মিলিয়ে একটি রুপা ও চার ব্রোঞ্জ নিয়ে আগামী ১৭ ফেব্রুয়ারি শুটিং দল দেশে ফিরতে যাচ্ছে।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












