পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থীতিশীল শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের গুইমারা রিজিয়ন বিভিন্ন অভিযানিক কর্মকাণ্ড পরিচালনা করে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বেচছাসেবী ও সংগঠন সমূহের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিয়মিত ভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১৫ই ফেব্রয়ারী) সকালে গুইমারা সরকারি কলেজ মাঠে গুইমারা রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকাধীন তিনশত পরিবারের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা বিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: কামাল মামুন।
এছাড়াও রিজিয়নের দায়িত্বরত অন্যন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সানবিডি/এনজে