চলমান রাশিয়া ও ইউক্রেনের সংকটের প্রভাব পড়েছে আন্তর্জাতিক পণ্যবাজারে।এ সংকটকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারের অপরিশোধিত জ্বালানি তেলের পাশাপাশি স্বর্ণের দামও বাড়তে শুরু করেছে। এরই মধ্যে মূল্যবান ধাতুটির দাম বেড়ে আট মাসের সর্বোচ্চে উচ্চতায় পৌঁছে গেছে। এর ছোঁয়া লেগেছে দেশের বাজারেও।
এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার রাজনৈতিক বিরোধ ও মূল্যস্ফীতির আশঙ্কায় নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে বিবেচিত ধাতুটির চাহিদা বেড়েছে। তাই ইউক্রেন সংকট সমাধানে চেষ্টা সত্বেও বুলিয়ন বাজার এ পণ্যটি উচ্চমূল্য ধরে রেখেছে।
তথ্য বলছে, স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৫ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য নির্ধারণ হয়েছে ১ হাজার ৮৭৯ ডলার ৫৫ সেন্ট। গত ১১ জুনের এটিই স্বর্ণের সর্বোচ্চ দাম।
সেন্ট লুইসের প্রেসিডেন্ট জেমস বুলার্ড বলেন, মুল্যস্ফীতি নিয়ন্ত্রণ রেখে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের উচিত সুদের হার বাড়ানো। স্থানীয় সময় সোমবার সিএনবিসিকে দেয়া সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন জুলাই ১ তারিখের মধ্যে সুদের শতভাগ বেসিস পয়েন্ট বাড়ানো উচিত।একই মত পোষণ করেন ফেডারেল ব্যাংক অফ কানসাস সিটির প্রেসিডেন্ট এসথার জর্জ । তবে তিনি এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত বলে মনে করেন।
সানবিডি/এনজে