বসন্তের প্রথম দিনেই ঘোষণা দিয়েছিলেন এবারের ভালোবাসা দিবসকে ইতিহাস করে রাখবেন চিত্রনায়িকা পরী মনি। এবার জানালেন ভালোবাসা দিবসের প্রথম প্রহরেই প্রিয় মানুষটির সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছে।
চাঁদপুরে গিয়াস উদ্দীন সেলিমের পরিচালনায় নতুন চলচ্চিত্র ‘স্বপ্নজাল’ এর শুটিং করছেন পরী। সেখানে হঠাৎ করেই শনিবার সন্ধ্যায় হাজির হন পরীর হবু বর। তবে পাত্রটি কে সে ব্যাপারে এখনই কিছু বলতে চান না পরী।
চিত্রনায়িকা পরী মনি দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘একেবারেই হঠাৎ করে বাগদান হয়ে গেছে। আমার আঙুলে এখন প্রিয় মানুষটির দেওয়া আংটি। এটা অন্যরকম অনুভূতি। এবারের ভালোবাসা দিবসটি আমার কাছে দারুণ আনন্দের।’
পাত্র সম্পর্কে জানতে চাইলে পরী বলেন, ‘এটা একটু রহস্য হয়েই থাক। শিগগিরই সবাইকে জানান দিয়ে বিয়ের অনুষ্ঠান করব। তার আগেই ফেসবুকে বরের ছবি প্রকাশ করব। সবাইকে একটু অপেক্ষা করতে হবে। তবে এটুকু আশ্বস্ত করতে পারি, পাত্র মিডিয়ার কেউ নন। সে পেশায় একজন ব্যবসায়ী। প্রায় চার মাস হলো পরিচয়। তার সঙ্গে আমার বোঝাপড়াটা ভালো।’
এবারের ভালোবাসা দিবসটি স্মরণীয় হয়ে থাকলেও পরী মনি দিনটি কাটাবেন শুটিংয়ের ব্যস্ততায়। পরী বলেন, ‘আমি তো চাঁদপুরে এসেছি সিনেমার শুটিংয়ে। ফলে ভালোবাসা দিবসে অবসর নেই। সারাদিন শুটিংয়ে ব্যস্ত থাকব।’
আরও ১৫ দিন চাঁদপুরে পরী মনির শুটিং করার কথা রয়েছে। এরপর ঢাকায় ফিরে বিয়ের ব্যাপারে ভাববেন বলে জানান পরী।
সানবিডি/ঢাকা/এসএস