মার্চে চাঁনখারপুলে বার্ন ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর
প্রকাশ: ২০১৬-০২-১৪ ১৬:০৩:৫৩
মার্চে রাজধানীর চাঁনখারপুলে আন্তর্জাতিকমানের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রোববার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের স্বাস্থ্যসেবা আরো সহজলভ্য করতে রাজধানীর চাঁনখারপুল এলাকায় ঢাকা মেডিকেল কলেজের পাশে একটি আন্তর্জাতিকমানের বার্ন ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। এর নাম হবে ‘শেখা হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’। আগামী মাসে প্রধানমন্ত্রী নিজেই এই প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।’
নাসিম বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবায় সরকারের এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। প্রতিবেশি দেশ ভারতের সহায়তায় ৫০০ শয্যা বিশিষ্ট এ ইনস্টিটিউট স্থাপন করা হচ্ছে। আশা করছি, যথাসময়ে নির্মাণকাজ শেষ করে প্রধানমন্ত্রী প্রতিষ্ঠানটি উদ্বোধন করবেন।
পৃথক বার্ন ইনস্টিটিউট প্রতিষ্ঠা প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, ‘ইতোপূর্বে দেশের রাজনৈতিক সহিংসতায় বহু লোক ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা নিয়েছেন। এ সময় প্রধানমন্ত্রী নিজে সেখানে এসে মায়ের মমতা দিয়ে রোগীদের দেখেছেন, প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা করেছেন। তার নামে এ ধরনের একটি আলাদা ইনস্টিটিউশন করতে পেরে আমরা তার প্রতি কৃতজ্ঞ।’
সংবাদ সম্মেলনে ঢামেকের বার্ন ইউনিটের প্রধান ড. সামন্তলাল সেন বলেন, ‘ঢামেকের বার্ন ইউনিটটি ৫০ শয্যা দিয়ে শুরু হয়েছিল। এখন সেটা ৩০০ শয্যায় উন্নীত করা হয়েছে। ঢাকা মেডিকেল ছাড়াও দেশের ৯টি মেডিকেল কলেজে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন করা হয়েছে।’
এ সময় স্বাস্থ্য সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।