যাত্রাবাড়ীতে একটি স্টিল মিলের গলিত লোহায় দগ্ধ হয়েছেন ৩ জন শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় যাত্রাবাড়ী কোনাপাড়ার শাহরিয়ার স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ তিনজন হলেন, মোহাম্মদ শাহিন, আক্তার হোসেন ও মাইন উদ্দিন।
শফিউল ইসলাম নামের এক শ্রমিক জানান, রাতে স্টিল মিলের বাট্টিতে লোহা গলানোর কাজ চলছিল। হঠাৎ পুরোনো লোহার বন্ধ পাইপ বিস্ফোরিত হয়। এ সময় গলিত লোহা ছিটকে শরীরে পড়ে দগ্ধ হন তিনজন।
মিলের অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) সংলগ্ন শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক বাচ্চু মিয়া জানান, হাসপাতালে ভর্তি তিন শ্রমিকের হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। চিকিৎসকরা তাদের সতর্ক পর্যবেক্ষণে রেখেছেন।
স্টিল মিলটির শ্রমিকরা জানান, শাহরিয়ার স্টিল মিলে দফায় দফায় দুর্ঘটনা হলেও শ্রমিকদের নিরাপত্তায় নজর দেয়নি মালিকপক্ষ। সেখানে ছোটোখাটো দুর্ঘটনা প্রায়ই ঘটে। শ্রমিকদের প্রাণহানির ঘটনা ঘটেছে কয়েকবার।
এম জি