লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে আলী আকবর নামের এক কৃষককে কুপিয়ে হত্যার মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ ঘটনায় আরও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম বুধবার এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মো. জসিম, সফিকুর রহমান, রুবেল হোসেন, নূর মিয়া ব্যাপারী ও তৌহিদুর রহমান। যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে জুয়েল, মোক্তার হোসেন ও রাহেলা বেগমকে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।