ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) বিআইসিএম এর সহায়তায় বাংলাদেশে প্রথমবারের মত ফিন্যান্সিয়াল টেকনোলজি (ফিনটেক) এর ওপর পরিপূর্ণ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) ডিএসই’র ট্রেনিং একাডেমিতে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
ডিএসই ও পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে বিআইসিএম-এর এক্সিকিউটিভ প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা বেগম বলেন, ফিনটেক এর প্রশিক্ষণ শুধুমাত্র টেকনোলজি শেখা তা নয় বরং গ্লোবালি ফিনটেক হলো ফাইন্যান্স, ইকোনমিক্স, একাউন্টিং ও ইনফরমেশন টেকনোলজিসহ সব কিছুর একটি সমন্বিত জ্ঞান। ফিনটেক ফিন্যান্সিয়াল প্রোডাক্ট, প্রসেস এবং ক্যাপিটাল মার্কেটের সাথে সংশ্লিষ্ট উন্নত টেকনোলজি যেমন আরবিট্রেশন ইন্টিলিজেন্স, মেশিন লার্নিং, ব্লক চেইন, ডেটা এনালাইটিক্স এগুলোর মাধ্যমে নিত্য নতুন সার্ভিসগুলোকে আরও মর্ডানাইজ করছে। আমাদের ক্যাপিটাল মার্কেটে ফিনটেক নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। এর মাধ্যমে আমাদের অর্থনীতি আরও বেশি উন্নত হবে। আর এজন্য আমাদের ফিনটেকের বেসিকগুলো বুঝতে হবে এবং মানিয়ে নেয়ার জন্য আমাদের এ বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। এজন্য এ প্রশিক্ষণ কর্মশালাটি অত্যন্ত সময়োপযোগী।
এরপর ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে বলেন, আপাতত: ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড ফিনটেক সম্পর্কে ধারণা গ্রহণ করবে। কিন্তু পরবর্তীতে ডিএসই ফিনটেক কোম্পানি হিসেবে পরিচালিত হবে। এজন্য যদি শুধু গুটি কয়েক লোকের ফিনটেক সম্পর্কিত জ্ঞান থাকে তাহলে পরবর্তীতে ডিএসইকে ফিনটেক কোম্পানি হিসেবে পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। সেজন্য আজ এই ট্রেনিং এর আয়োজন।
তিনি আরও বলেন, “শুধু ঢাকা স্টক এক্সচেঞ্জ, ফিনটেক এ দক্ষ জনশক্তি তৈরী করলেই চলবে না, আমাদের স্টেকহোল্ডারদেরও সমৃদ্ধ করতে হবে। এটার মূল উদ্দেশ্যে হল ৫ পি থিওরির যে প্রথম পি, পিপল মানে আমাদের যে জনশক্তি ফিনটেক সম্পর্কে তাদের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করা। ভবিষ্যতে আরো বিশদ প্রশিক্ষণের আয়োজন করা হবে। মিড লেভেল থেকে আপার লেভেল সকল কর্মচারীদের ফিনটেক সম্পর্কিত জ্ঞান আাহরন করতে হবে। যাতে তারা নতুন পণ্য ডিজাইনে আমাদের সাহায্য করতে পারে। একটা পণ্য বা প্রোডাক্ট ডিজাইন করতে গেলে ফিনটেকের জ্ঞান থাকা জরুরী। সে কারণে যারা ফিনটেক বুঝে এমন জনশক্তি প্রয়োজন।”
প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক ও ট্রেনিং একাডেমীর প্রধান মোঃ আব্দুর রাজ্জাক।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় লিড ফ্যাসিলিটেটর হিসেবে সূবর্ণ বড়ুয়া, পিএইচডি, এসোসিয়েট প্রফেসর অব ফিন্যান্স, ডিপার্টম্যান্ট অব ইন্টারন্যাশনাল বিজনেস, ঢাকা বিশ্ববিদ্যালয় উপস্থিত ছিলেন। কর্মশালাটি সপ্তাহে দুই দিন করে ৩১ মার্চ, ২০২২ তারিখ পর্যন্ত চলবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস