১৩ বছরের সর্বোচ্চে অ্যালুমিনিয়ামের দাম
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-১৬ ১৫:০১:৫১

বৈশ্বিক বাজারেঅ্যালুমিনিয়ামের দাম ১৩ বছরের সর্বোচ্চে পৌঁছেছে। সরবরাহ সংকটের উদ্বেগে ব্যবহারিক ধাতুটির দামে এমন উল্লম্ফন দেখা দিয়েছে। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্লাটস।
বাজার বিশ্লেষকরা বলছেন, বিশ্বজুড়ে অ্যালুমিনিয়ামের উৎপাদন কমে গেছে। এর মধ্যে ইউরোপের বাজারে ধাতুটির সংকট সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অঞ্চলের বেশকিছু বিগলন প্রতিষ্ঠান অতিমাত্রার বিদ্যুৎ ব্যয় সামাল দিতে না পেরে ধাতুটির উৎপাদন বন্ধ করে দিয়েছে।
অন্যদিকে বিশ্বের শীর্ষ অ্যালুমিনিয়াম উৎপাদক ও ব্যবহারকারী চীন গত বছরের শুরু থেকেই অ্যালুমিনিয়ামসহ অন্যান্য ধাতব পণ্যের উৎপাদন কমিয়ে আনার পরিকল্পনা বাস্তবায়নের জোর প্রচেষ্টা চালাচ্ছে। উদ্দেশ্য কার্বন নিঃসরণ কমিয়ে আনার পাশাপাশি বিগলন কেন্দ্রগুলোয় বিদ্যুতের ব্যবহার কমানো। জ্বালানি সংকটের কারণে দেশটির বিদ্যুৎ উৎপাদন বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে রয়েছে।
এসব বিষয়ের বাইরে নতুন উত্কণ্ঠার জন্ম দিয়েছে ইউক্রেন সংকট। সংশ্লিষ্টরা বলছেন, ইউক্রেন দখল করে নিলে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এতে অন্যতম শীর্ষ অ্যালুমিনিয়াম উৎপাদক দেশটি থেকে সরবরাহ কমার আশঙ্কা রয়েছে।
তথ্য বলছে, এ মাসে লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) অ্যালুমিনিয়ামের দাম চলতি বছরের শুরুর তুলনায় ১৫ দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য ৩ হাজার ২৪৭ ডলার পর্যন্ত পৌঁছেছে, যা ২০০৮ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ।
ব্রোকারেজ প্রতিষ্ঠান লিবেরামের কমোডিটি স্ট্র্যাটেজিস বিভাগের প্রধান টম প্রাইসেস এসঅ্যান্ডপি গ্লোবাল প্লাটসকে বলেন, বাজারদরের যে প্রাথমিক পর্যায়, তার ভিত্তিতে বলা যায়, স্বল্প সময়ের মধ্যেই অ্যালুমিনিয়ামের দাম টনপ্রতি ৩ হাজার ৩০০ ডলারে পৌঁছতে পারে।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













