কক্সবাজারে ক্যাম্প থেকে নোয়াখালীর ভাসানচরে যাচ্ছে আরও এক হাজারের বেশি রোহিঙ্গা।আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ১৯টি বাসে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে তারা ভাসানচরের উদ্দেশ্যে চট্টগ্রামে রওনা দেয়।
আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সেখান থেকে নৌবাহিনীর জাহাজে ভাসানচরে পৌঁছাবে তারা। এবারে (দুই অংশে) আরও বেশ কয়েকজন রোহিঙ্গার ভাসানচর যাওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন জানান, এগারো দফায় প্রথম অংশে এক হাজার রোহিঙ্গাদের একটি দল ভাসানচরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আরও কয়েকজন রোহিঙ্গা যাওয়ার কথা রয়েছে। এবার প্রায় দেড় হাজার রোহিঙ্গা ভাসানচরে যেতে স্বেচ্ছায় রাজি হয়েছে।
৮-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, এক হাজার রোহিঙ্গা ১৯টি বাসে রওনা দিয়েছে। আজ চট্টগ্রামে থাকবে তারা। বৃহস্পতিবার সেখান থেকে সকালে নৌ-বাহিনীর তত্ত্বাবধানে ভাসানচর নিয়ে যাওয়া হবে।
নৌবাহিনীর জাহাজে বৃহস্পতিবার ভাসানচরে পৌঁছাবে রোহিঙ্গারা
উখিয়া শরণার্থী ক্যাম্পে নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত কক্সবাজারের আর্মড পুলিশ ১৪ ব্যাটালিয়নের পুলিশ সুপার (এসপি) নাইমুল হক জানান, এগারো দফায় উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে এক হাজার ৬ জন রোহিঙ্গা ভাসানচরে উদ্দেশ্যে রওনা দিয়েছে।
সানবিডি/এনজে