বিশ্বের বিভিন্ন দেশে বিদ্যমান ব্যবসায়ীদের সংগঠন “এন্ট্রাপ্রেনারর্স অর্গানাইজেশন (ইও)”-এর বাংলাদেশ চ্যাপ্টার’র যাত্রা শুরু হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এম.পি.এর উদ্বোধন করেন।
শনিবার রাজধানীর একটি হোটেলে উক্ত সংগঠনের শুভ উদ্বোধন করা হয়। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র সভাপতি এবং আনোয়র গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর ব্যবস্থাপনা পরিচালক হোসেন খালেদ “এন্ট্রাপ্রেনারর্স অর্গানাইজেশন (ইও)”-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি)-বাংলাদেশ-এর সভাপতি মাহবুবুর রহমান এবং সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান গেষ্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন।
এ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে “এন্ট্রাপ্রেনারর্স অর্গানাইজেশন (ইও)”-এর গ্লোবাল চ্যাপ্টার-এর চেয়ারম্যান গিলবার্টো ক্রমবি, ইও-পাঞ্জাব-এর সভাপতি ভিভেক ভার্মা, ইও সাউথ এশিয়া-এর রিজিওন্যাল ডিরেক্টর সামিট কেমরা এবং জয় গোপ্তা উপস্থিত ছিলেন।
“এন্ট্রাপ্রেনারর্স অর্গানাইজেশন (ইও)”-এর বাংলাদেশ চ্যাপ্টার-এর সদস্যবৃন্দরা হলেন: হোসেন খালেদ, তানজিম হক, শামীম আহসান, আদাম হক, জিয়া উদ্দিন, ফারজানা চৌধুরী, রাকিব মোহাম্মদ ফখরুল, শাহরিয়ার জে রাহাত, নাভিদুল হক, জোহেব আমিন খান, ফারিয়ার ইউসুফ, জাহিদা কবির, ওমর ভাই, তাহসিন আমান, মইনুদ্দিন রাশিদ এবং নূহের খান প্রমুখ।