রাজধানীতে ৪ দিন আটকে রেখে সংঘবদ্ধধর্ষণ শেষে ঢাবির টিএসসি এলাকায় তরুণীকে ফেলে দেয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মনির হোসেন শুভকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর লালবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোরে রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে তরুণীকে তুলে নিয়ে চারদিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত মনির হোসেন শুভকে আটক করা হয়েছে। এ বিষয়ে আজ দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।