সেবা পক্ষ নিয়ে বিমা কোম্পানিগুলোকে আইডিআরএ’র নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-১৭ ১৭:২৫:৪১
আগামী ১ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত ‘সেবা পক্ষ’ পালনের সিদ্ধান্ত নিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
দেশব্যাপী জাতীয় বিমা দিবস যথাযথ মর্যাদায় উদযাপন এবং সফল করার জন্য নানামুখী উদ্যোগের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
বুধবার (১৬ ফেব্রুয়ারি) কর্তৃপক্ষের সদস্য মইনুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি লাইফ ও নন-লাইফ বিমা কোম্পানিগুলোকে পাঠিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।
সেবা পক্ষ পালনের জন্য বিমা কোম্পানিগুলোর করণীয় নির্ধারণ করে দেয়া হয়েছে কর্তৃপক্ষের ওই চিঠিতে। এতে বলা হয়েছে-
>পূর্বের অপরিশোধিত বকেয়া বিমা দাবি থাকলে তা সেবা পক্ষের মধ্যে অতিদ্রুত পরিশোধ করার উদ্যোগ গ্রহণ করত হবে।
>লাইফ বিমা কোম্পানির সার্ভাইবাল বেনিফিট (এসবি) সেবা পক্ষ চলাকালীন সময়ে দ্রুততার সাথে পরিশোধের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
>নন-লাইফ বিমা কোম্পানির ক্ষেত্রে সেবা পক্ষ চলাকালীন সময়ে উত্থাপিত বিমা দাবি দ্রুততম সময়ে পরিশোধ করতে হবে।
>সেবা পক্ষে প্রদত্ত বিশেষ সেবাসমূহ একটি রেজিস্ট্রারে সংরক্ষণ করতে হবে এবং ৩১ মার্চ ২০২২ তারিখের মধ্যে রেজিস্ট্রারের ছায়ালিপি কর্তৃপক্ষ বরাবর পাঠাতে হবে।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। বিমা পেশায় তার যোগদানের দিনটিকে স্মরণে রাখতে ২০২০ সাল থেকে ১ মার্চকে জাতীয় বিমা দিবস হিসেবে উদযাপন করে আসছে সরকার।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আগামী ১ মার্চ অনুষ্ঠিতব্য এবারের জাতীয় বিমা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি প্রধান অতিথি এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভাপতি হিসেবে অংশ নেয়ার কথা রয়েছে।
এএ